Arijit

কোহলির অকালে অধিনায়কত্ব হারানোর পিছনে দায়ী এই দুই সিনিয়র ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। যা নিয়ে ইতিমধ্যেই জোর সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেটে।

   

এমনটা নয় যে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পারফরম্যান্স খারাপ বরং কিছু কিছু ক্ষেত্রে বিরাট কোহলি ছাপিয়ে গিয়েছে ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকেও। তার সত্ত্বেও কেন এমন নির্মম ভাবে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল? এই নিয়ে উঠছে যাবতীয় প্রশ্ন।

এই ব্যাপারে অনেক কারণ রয়েছে। তবে যার মধ্যে অন্যতম প্রধান কারণ ভারতীয় ড্রেসিংরুমে সমস্যা। মনে করা হচ্ছে ভারতীয় ড্রেসিংরুমে অধিনায়ক কোহলির ওপর খুব একটা খুশি ছিলেন না দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম আজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা।

দীর্ঘদিন ধরে অফ ফর্মে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে। অফ ফর্মের জন্য আজিঙ্কা রাহানে এখন ভারতের সীমিত ওভারের দল থেকে পুরোপুরিভাবে বাদ পড়েছেন। আর তাই এই দুই ক্রিকেটারের ভয় ছিল টেস্ট দল থেকে বাদ পড়ার। সেই কারণে তারা আগে ভাগেই বিরাট কোহলির নামে বিসিসিআইয়ের কাছে বেশ কিছু অভিযোগ করেছিলেন। আর দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে অভিযোগ পেয়ে বিরাট কোহলির ওপর ক্ষুন্ন হয়েছিলেন বিসিসিআই কর্তারা। আর এই কারণেই বিরাট কোহলির দাপট কমাতে তাকে তড়িঘড়ি ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ।