সোশ্যাল মিডিয়ার(Social Media) দৌলতে এখন যে কোনো কিছুই খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। আর ভিডিওর ক্ষেত্রে দ্রুত ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দুই দাঁতাল হাতি রুদ্ধশ্বাস যুদ্ধ দেখা যাচ্ছে। আর অসাধারণ মুহূর্তের দৃশ্য বন্দি হয়েছে মোবাইলে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি হাতি একে অপরকে শুঁড়ে জড়িয়ে লড়াইয়ে নেমে পড়েছে। কখনও একজন অপরজনকে ঠেলা মারছে, আবার কখনও একে অপরকে ঠেলে পিছনে ফেলে দিচ্ছে। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে। আসলে এখানেই রয়েছে সেনাছাউনি। আর এই সেনাছাউনিতে নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ে দুটি দাঁতাল।
আর এমন সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেননি সেনাছাউনির আবাসিকরা। এই আবাসিকরা আবার বলেছেন যে এই ঘটনা অত্যন্ত বিরল। এই ঘটনাটি ঘটেছে গত ২৭ মে। এই এলাকাতে মাঝে মধ্যেই বন্যপ্রাণী ঢুকে পড়ে। জানা গিয়েছে, দুই বছর আগেও এরকম দুই হাতি ঢুকে লড়াই করেছে। আসলে এখানে খুব শান্ত পরিবেশে পশুরা থাকতে পছন্দ করে।
আর এইখানেই খাবারের ভালো সন্ধান মেলে বলেই পশুরা আসে এই এলাকাতে, এমনটাই মনে করেন পশুপ্রেমীরা। বলাই বাহুল্য, এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।