YouTube Video,Social Crime,Sannati Mitra,Shree Dhar,ইউটিউব ভিডিও,সামাজিক ক্রাইম,সন্নতি মিত্র,শ্রী ধর

Moumita

বাঙালি হয়েও অশ্লীলতার চরম সীমা! ইউটিউবে মিউজিক ভিডিও করার জন্য গরম রডের ছ্যাঁকা দেওয়া হল দুই তরুণীকে

ইউটিউবে অশ্লীল ভিডিও আপলোড করার জন্য কঠিন শাস্তি। রাস্তার মাঝে দাঁড় করিয়ে বেধড়ক পেটানো হলো দুই মহিলা ইউটিউবারকে। শুধু তাই নয়, লোহার রড গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের দোপেরিয়া এলাকায়।

   

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত দুই মহিলা ইউটিউবারের নাম সন্নতি মিত্র এবং শ্রী ভদ্র। ছোটোখাটো অভিনয়ের পাশাপাশি মডেলিংও করে থাকেন তারা। এইমুহুর্তে তাদের একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। আর এই চ্যানেলেই মাঝেমধ্যেই নিজেদের মিউজিক ভিডিও আপ্লোড করে থাকেন তারা।

সূত্রের খবর, গত ২ সেপ্টেম্বর ‘রসগোল্লা’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন। ওই দুই তরুণী ছাড়াও দুজন পুরুষ অভিনেতাও ছিলেন ওই মিউজিক ভিডিওতে। ১ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ঐ ভিডিও।

YouTube Video,Social Crime,Sannati Mitra,Shree Dhar,ইউটিউব ভিডিও,সামাজিক ক্রাইম,সন্নতি মিত্র,শ্রী ধর

ভিডিওর এমন অভূতপূর্ব সাফল্যের পর গত ১২ সেপ্টেম্বর তা সেলিব্রেট করতে রহড়ার দোপেরিয়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন এই দুই ইউটিউবার। এরপর অভিযোগ, সেই সময় হঠাৎ করে বাইকে করে এসে গরম রড নিয়ে তাঁদের উপর চড়াও হন জনা কয়েক ব্যক্তি। তাদের দুজনকে ব্যাপক মারধরও করে তারা।

এই বিষয়ে পুলিশ সন্নতিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, হামলাকারীদের প্রত্যেকেই মুখে মাস্ক এবং হেলমেট পরেছিলো। ইউটিউবে ওই রকম অশ্লীল ভিডিও কেন আপলোড করা হয়েছে সেই নিয়েই হুমকি দেওয়া শুরু করে তারা। এরপর হঠাৎই বাইক থেকে নেমে দুজনকে মারতে শুরু করে। গরম রডের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ।

YouTube Video,Social Crime,Sannati Mitra,Shree Dhar,ইউটিউব ভিডিও,সামাজিক ক্রাইম,সন্নতি মিত্র,শ্রী ধর

আক্রান্ত তরুণী শিল্পী বলেন, “ভিডিও আপলোড করার পর, তা অশ্লীল বলে কমেন্ট বক্সে বেশ কয়েকজন দুই শিল্পীকে প্রানে মেরে ফেলার হুমকিও দেয়”। কিন্তু সেই সময় তারা হুমকিকে বিশেষ আমল দেননি। এরপরই লাইভে এসে নিজেদের দোপেরিয়া যাওয়ার কথা জানিয়েছিলেন দুজন। হয়তো সেখান থেকেই তাদের গন্তব্যের কথা জানতে পেরেছিলো আততায়ীরা। যদিও পুলিশ ইতিমধ্যেই এই হামলার ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি বলেই খবর।