ঐতিহাসিক আর্থিক সংকটের মুখে আরব দেশ, আয় বাড়াতে ইনকাম ট্যাক্স বসানোর ভাবনা

করোনা মহামারীর ফলে আমূল বদলেছে বিশ্বব্যাপী বাজার। ধকুবেরদের দেশ আরবও এখন ঐতিহাসিক মন্দার কবলে। সেখানে পরিস্থিতি এতোটাই খারাপ যে দেশের অর্থনীতি চাঙ্গা করতে ইনকাম ট্যাক্স বসানোর কথা ভাবনা চিন্তা শুরু হয়েছে সেখানে। আগের তুলনায় সেখানে অর্থ ব্যবস্থা হ্রাস পেয়েছে ৫.৭ শতাংশে। যা চলতি বর্ষ শেষ হতে হতে পৌঁছাতে পারে ৬.৮ শতাংশে। ৩০ বছরে প্রথম এমন আর্থিক সংকট আরবে।

Avatar

Koushik Dutta

X