Arijit

মালিঙ্গা, বুমরাহদের টপকে আইপিএলে সর্বকালীন ইতিহাস গড়লেন উমেশ যাদব

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

   

এই ম্যাচে বল হাতে ফের জ্বলে উঠলেন কেকেআরের জোরে বোলার উমেশ যাদব। নিজেদের তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে গড়ে ফেললেন সর্বকালীন ইতিহাস। পঞ্জাবের বিরুদ্ধে নিজের নির্ধারতি চার ওভারে মাত্র 23 রান দিয়ে চার উইকেট নেন উমেশ। উমেশ এর এমন ভয়ঙ্কর বোলিংয়ের সামনে পরে ধ্বংস হয়ে যায় পাঞ্জাবের ব্যাটিং।

উমেশ যাদবের এই দুর্দান্ত বোলিং এর জন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনি। আর এই নিয়ে এবারের আইপিএলে তিনটি ম্যাচ এর মধ্যে দুটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নিলেন উমেশ। সেই সঙ্গে করে ফেললেন আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড। এই নিয়ে আইপিএলে মোট 10 বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন উমেশ যাদব। বিশেষজ্ঞ বোলার হিসেবে না লসিথ মালিঙ্গা, না জসপ্রীত বুমরাহ, অন্য কারুর এই নজির নেই। তিনিই প্রথম বিশেষজ্ঞ বোলার যিনি 10 বার ম্যাচ সেরা হয়ে ইতিহাস গড়লেন।