Arijit

টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাওয়া নয়, অন্য লক্ষ্য নিয়ে আইপিএলে নেমেছে উমেশ

আইপিএল মানে নতুন তারকার উদয়, আইপিএল মানে তরুণদের কাছে বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার। আবার এই আইপিএলের মঞ্চকেই কামব্যাক মঞ্চ হিসাবে দেখে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। এবারের আইপিএলে তেমনি নিজেদের নতুন করে মেলে ধরেছেন দীনেশ কার্তিক, উমেশ যাদব, কুলদীপ যাদব এর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে সবার থেকে আলাদা হচ্ছেন উমেশ যাদব।

   

আইপিএলে কেকেআর জার্সি গায়ে উমেশ যাদবের এমন ভয়ঙ্কর বোলিং দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও। অনেকেই উমেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে শুরু করেছেন। তবে সেই সব বিষয়ে এখনই কিছু ভাবতে নারাজ উমেশ যাদব।

বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রসঙ্গে উমেশ যাদব কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি খুব বেশি পরিবর্তন করার চেষ্টা করছি না, শুধু নিজের দুর্বল জায়গা করে নিয়ে অনেক বেশি পরিশ্রম করেছি। আর তাতেই এই ফল পাচ্ছি। তবে আমি এখনই বিশ্বকাপের দলে নিজেকে দেখতে নারাজ। এখন আমার লক্ষ্য আইপিএলে বেগুনি টুপি জেতা। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা নির্ভর করছে নির্বাচকদের ওপর।”