Arijit

অপয়া আম্পায়ার! যতবার আম্পায়ারিং করেছেন টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারত

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বিরাট ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা খুবই কঠিন করে ফেলেছিল ভারত। বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততেই হতো ভারতকে। তবে এই ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের আসা প্রায় শেষ করে ফেলেছে ভারতীয় দল।

   

ভারতের হারের কারণ ভারতীয় ব্যাটসম্যানদের জঘন্য ব্যাটিং পারফরম্যান্স। বিশেষ করে শট নির্বাচন, চাপের মুখে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ভুলভাল শট খেলে আউট হয়ে ফিরে গিয়েছেন সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলাররা। একমাত্র জাসপ্রিত বুমরাহ ছাড়া কোন ভারতীয় বোলারই এইদিন উইকেট নিতে পারে নি নিউজিল্যান্ডের। যা ভারতের হারের অন্যতম কারণ।

পাশাপাশি ভারতের হারের আরও একটি কারণ উঠে আসছে তা হল অপয়া আম্পায়ার। ভারত- নিউজিল্যান্ড এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটেলবেরো। ভারতের যে যে ম্যাচে ইনি আম্পায়ারিং করেছেন সেই সেই ম্যাচে হেরে গিয়েছে ভারত, এমনকি টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছে। 2014 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, 2015 ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল, 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 2019 ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল, তারপর গতকাল নিউজিল্যান্ডের কাছে হার। প্রত্যেক ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটেলবেরো, আর এই প্রত্যেক ম্যাচেই হেরেছে ভারত।