Arijit

নিজের রেকর্ড ভেঙে এবার আইপিএলে দ্রুততম বল করে ফেললেন উমরান মালিক

ইতিমধ্যেই এবার আইপিএলের গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচ হয়ে গিয়েছে। এবার আইপিএলে বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার নজর কেড়েছেন। তবে সবচেয়ে বেশী চর্চায় উঠে এসেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের তরুণ জোরে বোলার উমরান মালিক।

   

এবার আইপিএলে নিজের বলের গতি দিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন হায়দ্রাবাদের এই তরুণ বোলার। আইপিএলের শুরু থেকে লাগাতার 150 কিলোমিটার বেগে বোলিং করে চলেছেন উমরান মালিক। যার কারণে বেশ কয়েকটি সাফল্যও পেয়েছেন তিনি।

তবে এবার সমস্ত রেকর্ড ভেঙ্গে দিলেন উমরান মালিক। গতকাল দিল্লির বিরুদ্ধে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে 157 কিমি গতিবেগ বোলিং করে এবার আইপিএলে ইতিহাস সৃষ্টি করলেন উমরান মালিক। এটাই এবার আইপিএলে সবচেয়ে জোরে বল এবং আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জোরে বল।

কিছু দিন আগেই বলেছিলেন, তিনি ১৫৫ কিমি বা তার বেশি গতিতে বল করার ক্ষমতা রাখেন। তা যে নেহাৎ কথার কথা নয়, সেটা প্রমাণ করে দিলেন উমরান মালিক।