আইপিএলে দুরন্ত বোলিং করে বুমরার রেকর্ড ভেঙ্গে নজির গড়লেন উমরান মালিক

আইপিএল এমন একটা মঞ্চ যেখানে ভারতীয়দের পাশাপাশি সারা বিশ্বে তরুণ ক্রিকেটাররা নিজেদের ট্যালেন্ট দেখানোর সুযোগ পায়। এই আইপিএলের মঞ্চে বেশ কয়েকজন ভারতীয় তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে রাতারাতি সারা বিশ্বের নজর কেড়েছে। এবার আইপিএলও তার ব্যতিক্রম নয়, এবার আইপিএলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে।

এবার আইপিএলে যে সমস্ত তরুণ ভারতীয় ক্রিকেটাররা নজর কেড়েছে তাদের মধ্যে অন্যতম হল হায়দ্রাবাদের জোরে বলার উমরান মালিক। উমরান মালিক তার দুরন্ত গতি দিয়ে আইপিএলের তাবড় তাবড় ব্যাটসম্যানদের জব্দ করে ফেলেছে। এবার আইপিএলের সর্বোচ্চ গতির বল তারই করা।

এবার উমরান মালিক ভেঙ্গে ফেলল ভারতের তারকা জোরে বোলার জাসপ্রিত বুমরার রেকর্ড। কনিষ্ঠতম ভারতীয় বোলার হিসাবে এক আইপিএলে 20 বা তার বেশি উইকেট নিলেন উমরান মালিক। আগে এই রেকর্ড ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যশপ্রীত বুমরার দখলে।

23 বছর 165 দিন বয়সে এই রেকর্ড করেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলার যশপ্রীত বুমরাহ। মাত্র 22 বছর 176 দিন বয়সে এই রেকর্ড করে বুমরাহর রেকর্ড ভেঙে দিলেন উমরান মালিক।

Avatar

Koushik Dutta

X