Arijit

অভিষেক ম্যাচে বল হাতে চূড়ান্ত ফ্লপ উমরান মালিক, ১ ওভারে দিলেন ১৪ রান

রবিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে এইদিন ম্যাচ নির্ধারিত সময়ের থেকে বেশ কিছু ঘণ্টা দেরিতে শুরু হয়। যার কারনে 20 ওভারের পরিবর্তে 12 ওভারের ম্যাচ হয়। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

   

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়ে দেন এই ম্যাচে অভিষেক ঘটতে চলেছে জোরে বোলার উমরান মালিকের। আইপিএলে সাজরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন উমরান মালিক। লাগাতার 150 কিলোমিটারের বেশি গতিবেগে বোলিং করছিলেন উমরান। যার সুবাধে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক।

ভারতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচে বোলিং করতে নেমে অবশ্য নিজের প্রতিভার প্রতি সঠিক বিচার করতে পারলেন না উমরান মালিক। মাত্র এক ওভার বোলিং করে দিলেন 14 রান, কোন উইকেট পান নি উমরান।