Papiya Paul

মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা, চাকরির চিন্তা ভুলে মাসে কামাবেন পকেট ভর্তি টাকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে শুধুমাত্র চাকরির মাধ্যমে অর্থ উপার্জন করে সংসার চালাতে পারছেন না বহু মানুষই। আর তাই দশটা পাঁচটার চাকরির পাশাপাশি অন্যান্য পেশার খোঁজ করছেন সকলে। এই জন্য বাড়িতে বসে ছোটখাটো ব্যবসার(Business) কথা অনেকেই ভাবতে শুরু করেছেন। কোন ব্যবসা আপনার পক্ষে সুবিধাজনক সেটা না বুঝে ব্যবসা শুরু করলে সেখানে লাভের বদলে লোকসান বেশি হয়।

   

তাই আপনাদের সুবিধার্থে আজকের প্রতিবেদনে কিছু ব্যবসার আইডিয়া(Unique Business Idea) সম্পর্কে জানাবো। এই ব্যবসা গুলোতে খুব কম খরচের মধ্যেই শুরু করা যায়। আবার এই ব্যবসাতে প্রচুর টাকা লাভ হয়। এমনকি আপনার হাতে যদি মাত্র ২০ হাজার টাকা থাকে সেই টাকা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাগুলি দিয়ে অল্প সময়ের মধ্যেই বেশ মোটা অংকের টাকা উপার্জন করতে পারবেন আপনি।

এখন সুরক্ষিত ও পরিবেশ বান্ধব অর্গানিক প্রোডাক্ট এর চাহিদা বহুদিন ধরে বেড়েছে। বিশেষ করে বাড়ির শিশুদের জন্য বেশি সচেতন হয়ে উঠেছে বর্তমান প্রজন্মের বাবা-মায়েরা। খুব অল্প অর্থ বিনিয়োগ করে আপনি অর্গানিক বেবি প্রোডাক্ট-এর ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া আপনি চাইলে হাতের কাজের তৈরি করা জামা, প্যান্ট ,চামড়ার দ্রব্য, খেলনা ইত্যাদিও বিক্রি করতে পারেন।

যেগুলি থেকে খুব কম অর্থ খরচ করেও বেশি টাকা লাভ করা যেতে পারে। অফলাইনের পাশাপাশি এই সমস্ত প্রোডাক্টগুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। সোশ্যাল মিডিয়ার সম্পর্কে একটু সঠিক তথ্য জানতে পারলে সেটি ব্যবহার করে প্রচুর টাকা উপার্জন করা যায়। আর অর্থ উপার্জনের জন্য চিন্তা করে লাভ নেই, একেবারে কম টাকা থেকে ব্যবসা শুরু করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি।