UPI might soon work using Face ID biometric payment

UPI পিন অতীত, মুখ দেখালেই হবে পেমেন্ট! বড় ভাবনা কেন্দ্রের 

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট থেকে বড় সকলের হাতেই রয়েছে একটা স্মার্টফোন। যার দ্বারা যোগাযোগ রাখার পাশাপাশি টাকা পয়সার লেনদেনও অনায়াসে করা যায়। আসলে ‘ডিজিটাল ইন্ডিয়া’তে UPI ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। তাছাড়া ছোট বড় যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানেই এখন UPI কোড থাকে, তাই স্ক্যান করে প্রেম , পেমেন্ট করাও খুবই সুবিধাজনক। তবে এবার এত ঝামেলাও দরকার নেই। আরও উন্নত হচ্ছে প্রযুক্তি, আজ সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

ইতিমধ্যেই গোটা দুনিয়ায় UPI সিস্টেমের জন্য নাম করেছে আমাদের দেশ ভারতবর্ষ। বিদেশ থেকে যেমন প্রশংসিত হয়েছে ইউপিআই সিস্টেম। আগে প্রতিটা অ্যাপের আলাদা কোড থাকত। তবে এখন সেসবের ঝামেলা নেই, যেটা হোক একটা স্ক্যান করলেই হল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোজা পেমেন্ট করে দেওয়া যাবে কয়েক সেকেন্ডেই। এবার আরও উন্নত হচ্ছে UPI টেকনোলজি। জানা যাচ্ছে, মুখে দেখলেই নাকি ফোনের বায়োমেট্রিকের মাধ্যমে টাকা পেমেন্ট হয়ে যাবে।

Face ID দিয়ে হবে UPI ট্রানজ্যাকশন

ভাবছেন সেটা আবার কেমন ব্যাপার? তাহলে বলি, মনে করুন আপনি কোনো একটি দোকান থেকে কিছু জিনিস কিনেছেন। এবার টাকা দেওয়ার সময় UPI স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে কোড স্ক্যান করার পর আপনাকে পিন কোড দিতে হবে তবেই ট্রান্সফার সম্পন্ন হবে। এবার এই পিনের ঝামেলাও তুলে দিয়তে চাইছে কোম্পানি। কোড স্ক্যান করার পর আপনার মুখ দেখলেই কনফার্ম হয়ে যাবে পেমেন্ট।

ইতিমধ্যেই নাকি নতুন এই টেকনোলজির জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ফোনে ফেস আইডি ব্যবহার করে লক খোলা যায় সেই সমস্ত ফোনে এই ফিচার্স উপলব্ধ করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আইফোন বা দামি ফোনের ব্যবহারকারীরা আগেই এই নতুন আপডেট পেতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা হল এই যে আপনার ফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে পিন দিলেও কাজ হবে না আপনার মুখ দেখাতেই হবে।

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডার অতীত! মহিলা-পুরুষ সবাই পাবে ৫০০০, নতুন প্রকল্প আনল রাজ্য সরকার

যদিও কবে এই নতুন পেমেন্ট পদ্ধতি চালু হবে তার বিষয়ে জানা যায়নি। তবে চালু হলে কিছুটা হলেও সময় বাঁচবে এটা বলা যেতেই পারে। একইসাথে হ্যাকারদের থেকে বাঁচতে এই টেক কতটা কার্যকরী হবে সেটাও দেখার বিষয়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X