উরফি জাভেদ(Urfi Javed), মানেই বোল্ড ফ্যাশন, অদ্ভুত সব পোশাক-আশাক। যিনি সমালোচনা, ট্রোলিং-কে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মর্জি মত চলছেন। কখনো খোলামেলা পোশাক, কখনো আবার বোল্ড পোজ এইসব করে ভাইরাল হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বেড়ে চলেছে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা। ইনস্টাগ্রামে(Instagram) তার ফলোয়ার্স সংখ্যা ইতিমধ্যে তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
আর তাই নতুনভাবে সেলিব্রেশনে মেতেছেন তিনি। এবার পোশাক হিসাবে তিনি এমনই এক অদ্ভুত লুক বেছে নিয়েছেন যা আগে কখনো কেউ দেখেছেন বলে সন্দেহ রয়েছে। শেষ পর্যন্ত শরীর ঢাকতে তিনি ব্যবহার করেছেন ভাঙ্গা কাঁচ! শুনতে অবাক লাগলেও এমনই অদ্ভুত পোশাক পরে তিনি প্রকাশ্যে এসেছেন। যা দেখামাত্রই চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।
আর সেইসঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এ ছবি। সাদা অন্তর্বাস ও শর্ট মিডির ওপরে ভাঙ্গা কাঁচ দিয়ে আলাদা আস্তরণ তৈরি করে অদ্ভুত পোশাক বানিয়েছেন তিনি। জানা গিয়েছে, প্রায় ২০ কেজি ওজনের কাঁচের এই পোশাক ব্যবহার করেছেন উরফি। আর এরপরই নেটিজেনরা একের পর এক মন্তব্য করেছেন।
তবে এইসব নেতিবাচক মন্তব্যে কখনোই মাথা ঘামান না তিনি। তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও লাইমলাইট কিভাবে কেড়ে নিতে হয় সেটা ভালই জানেন উঠতি এই নায়িকা। কিছুদিন আগেই জীবনের স্ট্রাগলের কথা নিয়ে মুখ খোলেন উরফি। জীবনে বড় কিছু করার স্বপ্ন ছিল তার। সেটা যদি করতে না পারেন, তাহলে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। তবে বিগ বসে অংশ নেবার পরেই লাইমলাইটে এসে যান উরফি। তার অদ্ভুত পোশাক-আশাকের জন্য এখন সকলেই চেনে তাকে।