উরফি জাভেদ মানেই নতুন কোনো চমক। উদ্ভট সাজপোশাক দিয়ে মিডিয়া লাইমলাইটকে নিজের দিকে টেনে নিতে সিদ্ধহস্ত তিনি। বস্তা থেকে শুরু করে ফুলের পাঁপড়ি, প্লাস্টিক এমনকি লোহার চেন সবকিছুই তার কাছে পরিধেয়। রোজদিন নিত্য নতুন পোশাক নিয়ে হাজির হন ভক্তদের সামনে।
কেবলমাত্র উদ্ভট পোশাকের দৌলতেই যে এরকম নজরকাড়া খ্যাতি পাওয়া যায় তার জ্বলজ্যান্ত প্রমাণ বছর ২৫ এর উরফি। এই সব পোশাকের জন্য অনেকের কটু মন্তব্যের শিকারও হতে হয় তাকে। তবে উরফি যে সেইসব মন্তব্যের তোয়াক্কা করেন না তা আবারও বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
এর আগে সেফটিপিন, কাগজ কোনোকিছুই বাদ যায়নি তার পোশাকের তালিকা থেকে। তবে এবার যা করলেন তা দেখে রীতিমত হতভম্ব নেটিজনরা। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের টি শার্ট এবং কালো রঙের শর্টস পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই ছবির নীচেই কেউ লিখেছে, ‘একে পাথর ছুঁড়ে মারা উচিত’।
Instagram-এ এই পোস্টটি দেখুন
এর পর দেখা যায় কিছু ছোট ছোট পাথর ছুটে আসছে তাঁর দিকে। তার পরই চমক। এক লহমায় উরফি পরে ফেলছেন নীল, হলুদ, সবুজের মতো নানা রঙের পাথরের তৈরি পোশাক। পরিপাটি করে চুলও বেঁধেছেন তিনি, সাথে আবার মানানসই কানের দুল।
আবার এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘তার পোস্টে করা মন্তব্যই পোশাকটির অনুপ্রেরণা। তাই তাকে দোষ না দিয়ে সকলের ওই মন্তব্যটির দিকে নজর দেওয়া উচিত’।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। আর ক্যাপশন থেকে একটা কথা তো পরিষ্কার যে, ট্রোলাররা যাই বলুক না কেন উরফি মোটেও দমে যাওয়ার পাত্রী নয়।