একটি আলুতেই বিরাট ম্যাজিক, মাত্র এক মাসেই টব ভরবে রংবেরংয়ের গোলাপে

নিউজশর্ট ডেস্কঃ ফুল এমনই একটা জিনিস যা সকলেই খুব পছন্দ করেন। আর ফুলের তালিকায় গোলাপের নাম বরাবরই সবার উপরে। গোলাপের(Rose) রং থেকে গন্ধ সবটাই খুব পছন্দ হয় মানুষদের। লাল গোলাপের চাহিদা সবথেকে বেশি থাকলেও এখন গোলাপি, হলুদ, মেরুন, রানী, নানা রকমের গোলাপের চাষ হয়। আর বাজারেও সেই গোলাপ দেখতে পাওয়া যায়।

অনেকেই  নিজের বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে গোলাপের চাষ করে থাকেন। আপনি চাইলেও এই শীতকালে নিজের বাড়িতে রংবেরঙের গোলাপ ফোটাতে(Rose Plant) পারেন। গোলাপের ডাল কেটে নিজের বাড়িতেই আস্ত বাগান গড়ে তুলতে পারেন আপনি। তবে সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে যেগুলো সঠিকভাবে পালন করতে পারলেই আপনার বাগানের চারিদিকে গোলাপ ফুটে উঠবে।

এই ট্রিকস এখনো বহু মানুষই জানেন না। আজকের এই প্রতিবেদনে নতুন ট্রিকস আপনাদেরকে জানাবো। এর জন্য প্রথমে আপনাকে একটি টবে শুকনো মাটি ও গোবর সার দিতে হবে। সেই মাটি যেন আলগা ও ঝুরঝুরে থাকে। তার মধ্যে যেন কোন ইট বা ঢেলা না থাকে। থাকলেও সেগুলোকে ফেলে দিতে হবে। এরপর গোলাপ গাছ থেকে একটি ডাল কেটে নিচের দিক ভালো করে ছেঁচে নিতে হবে।

আরও পড়ুন: দেশলাই কাঠিতে বিরাট চমক, ১ মাসেই তড়তড়িয়ে বেড়ে উঠবে আপনার বাগানের ফুলগাছ

অন্তত তিন সেন্টিমিটার চেঁচে নিতে হবে। এরপর একটি আলুতে ওই ডাল ঢুকিয়ে দিতে হবে। সেই আলু মাটির টবে গেঁথে দিতে হবে। তার ওপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। এবার এর পাশে জলের বোতল কেটে উল্টোদিকে মাটিতে গুঁজে দিতে হবে। আর সেখানে মাঝেমধ্যে জল দিতে হবে। মাসখানেকের মধ্যেই দেখতে পাবেন এই ডালে পাতা গজাবে। আর তারপর এক মাস ওয়েট করলেই ওই গাছে ফুটে উঠবে সুন্দর রংবেরঙের গোলাপ।

Papiya Paul

X