ঊষসী রায়,সোহম চক্রবর্তী,বনি সেনগুপ্ত,পিয়ান সরকার,নতুন ছবি,টলিউড,বিনোদন,Ushasi Ray,Soham Chakraborty,Bonny Sengupta,Piyan Sarkar,Tollywood,Upcoming Movie,Entertainment

ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ, এবার বড়ো পর্দায় ডেবিউ করছেন অভিনেত্রী ঊষসী রায়!

ধারাবাহিকের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও এবার বড়ো পর্দায় পা রাখতে চলেছেন টলি পাড়ার সুন্দরী অভিনেত্রী ঊষসী রায়। টলি পাড়ার থেকে খবর আসছে অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। বলাই বাহুল্য নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বারংবার দর্শকদের মুগ্ধ করেছেন ঊষসী। তাই তার অনুরাগীরা যে এই খবরে আত্মহারা তার আর বলার অপেক্ষা রাখেনা।

কানাঘুষো শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বনি সেনগুপ্ত এবং পিয়ানো সরকার। জনপ্রিয় পরিচালক রাজা চন্দের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। পরিচালক নিজে মুখেই জানিয়েছেন যে,“আমার এই নতুন ছবি একটি সোশ্যাল ড্রামা। জুনের শেষ থেকে শ্যুটিং শুরু করব।” তবে এই মুহূর্তে ছবি প্রসঙ্গে এর চেয়ে বেশি খোলসা করতে নারাজ তিনি।

প্রসঙ্গত, পরিচালকের হাতে এখন একদমই সময় নেই। সামনেই তার পরপর অনেক গুলো ছবি রয়েছে। ‘হার মানা হার’, ‘আম্রপালি’, ‘সেভিংস অ্যাকাউন্ট’। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ‘হার মানা হার’ এই ছবির হাত ধরেই দীর্ঘ ১৩ বছর পর দর্শকদের সামনে ফিরছেন সোহম-পায়েল জুটি। ‘প্রেম আমার’ ছবির পর আর কোনও ছবিতে একসাথে দেখা যায়নি তাদের। বলাইবাহুল্য মানুষের মনে ‘প্রেম আমার’এর স্মৃতি এখনও অমলিন। এমতাবস্থায় তাদের নতুন ছবির খবরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে।

আপাতত ঊষসীর নতুন ছবি প্রসঙ্গে বলতে গেলে মিডিয়া সূত্রে জানা গেছে রে এখনও শেষ হয়নি চিত্রনাট্য লেখার কাজ। একদিকে ঊষসীর বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সোহম অন্যদিকে পিয়ানের সাথে জুটি বাঁধতে দেখা যাবে বনিকে। ‘ম্যাজিক’, ‘কাটাকুটি’র পর এই কয়েক দিনেই দর্শকের প্রিয় হয়ে‌ উঠেছেন পিয়ান। সম্প্রতি ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনেতা ঋদ্ধি সেনের সাথে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী ঊষসী রায়কে। সুন্দরবনের বিদ্যাসাগর’ এই ওয়েব সিরিজটি বেশ সাড়া ফেলেছিলো দর্শকমহলে। এবার বড়ো পর্দায় সোহম ঊষসীর জুটি কতটা দর্শকদের মুগ্ধ করতে পারে সেটাই দেখার।

Avatar

Moumita

X