বলিউড,বিনোদন,ধারাবাহিক,ঊষসী চক্রবর্তী,জুন আন্টি,টলিউড,ওয়েব সিরিজ,Bollywood,Entertainment,Serial,Ushasi Chakraborty,Jun Aunty,Tollywood,Web series

Moumita

‘ছবির ক্ষেত্রে অন্য লবি কাজ করে’, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তীর

স্টার জলসায় সম্প্রচারিত ‘শ্রীময়ী’ ধারাবাহিকে খলনায়িকার ভূমিকায় দেখা গেছিলো ‘জুন আন্টি’ ওরফে ঊষসী চক্রবর্তীকে। এই ধারাবাহিকের সৌজন্যে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। শুধু তাই নয় দর্শকদের মতে ঊষসীর দূর্দান্ত অভিনয় প্রাণ এনে দিয়েছিলো ধারাবাহিকে। তবে সম্প্রতি বেশ কিছুদিন হলো আর পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এতো জনপ্রিয় একটি চরিত্রে অভিনয় করার পরও কোথায় হারিয়ে গেলেন তিনি? দর্শকদের এই সমস্ত প্রশ্নের অকপট উত্তর দিলেন জুন ওরফে ঊষসী।

   

এই মুহূর্তে তিনি অন্য কোনো ধারাবাহিকের কথা ভাবছেন কি না জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘আসলে আমার মনে হয় ‘জুন আন্টি’ থেকে এখনও দর্শক বেরোতে পারেননি। কিন্তু এ বার বেরিয়ে আসা উচিত। সে জন্যই আমি এই মুহূর্তে কোনও ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে চাই না।’ এর সাথে তিনি এও জানান যে, এই মুহূর্তে কাজ না করলেও পুজোর পর আবারও পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে তার। তার ধারণা ততদিনে দর্শকরাও জুন আন্টি নামক চরিত্র থেকে বেরিয়ে আসার যথেষ্ট সময় পাবে এবং তিনি তার পরবর্তী কাজের মাধ্যমে আবার নতুন করে জায়গা করে নিতে পারবেন দর্শকমহলে।

কথা প্রসঙ্গে উঠে আসে সহ অভিনেতা অভিনেত্রী অম্বরীশ, সোহিনীর কথাও। তিনি জানান এইমুহুর্তে তার আর তাদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। নতুন ধারাবাহিকের কথা উঠলে ঊষসী জানান, সম্প্রতি ইন্দ্রাণী সহ তিনটি নামি চ্যানেলের প্রস্তাব এসেছিলো তার কাছে। এবং বলাইবাহুল্য এবার আর খলনায়িকা নয় নায়িকার চরিত্রের জন্যই অফার করা হয়েছিলো তাকে‌। তবে ঊষসী মনে করেন তার আরও কিছুটা সময় দরকার ছোটপর্দায় ফেরার জন্য। এইমুহুর্তে তিনি কিছুটা সময় নিজের পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনে দিতে চান।

বর্তমান দিনে যেখানে সবাই ওয়েব সিরিজের দিকে ঝুঁকছে সেখানে ঊষসী কেনো এখনও দূরে রয়েছে ওয়েব সিরিজ থেকে? এইদিন এই প্রশ্নের উত্তরে খানিকটা হতাশা ঝরে পড়তে দেখা গেলো উসষীর গলায়। অভিনেত্রী আশা করেছিলেন জুন আন্টির জনপ্রিয়তার পর প্রযোজকরা তাকে ওয়েব সিরিজে কাস্ট করার কথা ভাববেন। কিন্তু বাস্তবে সেরকমটা হয়নি। সুযোগ যে একেবারেই আসেনি তাও নয়, তবে তা মোটেও আশানুরূপ নয়। তাই ইন্ডাস্ট্রী নিয়ে একটু হতাশই হয়েছেন উষসী।

এরকম হওয়ার কারণ জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানান, ‘মনে হয় ছবির ক্ষেত্রে একটা অন্য ‘লবি’ কাজ করে। পিআর, ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা কত— সে সবের নিরিখেও বিচার করা হয়। ইনস্টাগ্রামে হাজার হাজার অনুরাগী নেই আমার। এমনও শুনতে হয়েছে— ‘আপনি টেলিভিশনে খুব ভাল অভিনয় করেছেন। আপনি খুব জনপ্রিয়। কিন্তু আপনি কি ‘ওটিটি’-তেও পারবেন?’ ইন্ডাস্ট্রিতে এত বছর অভিজ্ঞতার পরে এটা কি আমার প্রাপ্য?’ স্পষ্ট হতাশার সুর ঊষসীর গলায়।