June Auntie Comeback

Moumita

‘জুন আন্টি ইজ ব্যাক!’, সোশ্যাল মিডিয়ায় ঊষসীর পোস্ট দেখে ‘শ্রীময়ী ২’-র দাবি ভক্তদের

বাংলা ছোটপর্দার দর্শকরা জুন আন্টির (June Aunty) সাথে পরিচিত নন একথা ভাবাই যায় না। টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে তিনি অন্যতম। ‘শ্রীময়ী’ (Sreemoyee) চরিত্রে তার অভিনীত চরিত্র জুন আন্টি রীতিমত গায়ে জ্বালা ধরিয়ে দিত। মিমারদের পছন্দের মিম ম্যাটেরিয়াল হয়ে উঠেছিলেন তিনি। সবে মিলিয়ে একথা বলাই যায় যে, এই চরিত্রটি ঊষসীকে (Ushasie Chakraborty) জনপ্রিয়তা, সমালোচনা সবকিছুই এনে দিয়েছিল।

   

প্রসঙ্গত উল্লেখ্য, ধারাবাহিকটি শেষ হয়েছে বহুদিন হয়ে গেলো। ধারাবাহিকের বাকি কলাকুশলীর অন্যান্য মেগার হাত ধরে কামব্যাক করলেও জুন আন্টি ঊষসী এতদিন ছিল অন্তরালে। তবে সম্প্রতি আবারও জুন রূপে ফিরেছেন অভিনেত্রী। ভাবছেন তাহলে কি ধারাবাহিকের নতুন রিমেক বা সিক্যুয়েল আসছে?

গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন পর আবারও জুন হয়ে উঠেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে ঊষসী লিখেছেন, “জুন আন্টি ফিরে এসেছে – জুন আন্টি দীর্ঘজীবী হোক…।” অভিনেত্রীর ক্যাপশন থেকে একথা স্পষ্ট যে, তিনি তার এই চরিত্রটিকে বেজায় মিস করছেন।

ভক্তরাও বেজায় খুশি এই ভিডিও দেখে। কেউ কেউ তো এটাও দাবি করেছে যে, শ্রীময়ীর সিক্যুয়েল আনা হোক। আবার কেউ প্রশ্ন করেছেন, ‘সিরিয়ালে কবে ফিরছেন?’ জনৈক মন্তব্য, ‘জুন মাসে জুন আন্টি ফিরে এল…।’ অনেকেই লিখেছেন, “আপনাকে মিস করছি জুন আন্টি…।” ধারাবাহিক শেষ হলেও দর্শকমহলে তিনি যে এখনও জুন হয়েই বিরাজ করছেন সে কথা বলাই বাহুল্য।

এই বিষয়ে একবার ঊষসীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শেষ হওয়ার পর ‘শ্রীময়ী’-র গোটা ইউনিটকে তো মিস করবই। সবচেয়ে বেশি মিস করছি ঐশী (দিথি) করছি। তবে সব চরিত্রই তো একটা সময়ের পর শেষ হয়ে যায়। এটাই জীবন, আমাদের এভাবেই এগিয়ে যেতে হয়। এই ধারাবাহিকে ‘জুনের’ আত্মবিশ্বাস, আমার কাছে শিক্ষনীয় হয়ে থাকবে।”

https://www.instagram.com/reel/CtItHERhJ4d/?utm_source=ig_web_copy_link 

এই প্রসঙ্গে অভিনেত্রী আরো জানান, এখন তাকে কেউ জুন আন্টি বলে ডাকলে আর ভালো লাগেনা। ঊসষীর কথায়, “এটা ভাল লাগতো আগে। এখন আর ভাল লাগছে না। যতদিন ধারাবাহিক চলত, খুবই ভাল লাগত যে, সকলে ভালোবাসছে চরিত্রটাকে। কিন্তু এখন তো ‘শ্রীময়ী’ শেষ হয়ে গেছে। আমার মনে হয় দর্শকদেরও মুভ অন করতে হবে।” বলে রাখি ছোটপর্দার এই জনপ্রিয় ধারাবাহিকটি বাংলা ছাড়াও আরো ৭ টি ভাষায় রিমেক করা হয়েছে।