নিউজশর্ট ডেস্কঃ যেভাবে গরমের তাপমাত্রা বেড়ে চলেছে। এই গরমের হাত থেকে নিজের ঘরকে এবং নিজেকে ঠান্ডা রাখার জন্য এসি ছাড়া উপায় নেই। তবে বিদ্যুতের বিলের জন্য অনেকেই বাড়িতে এসি(AC) লাগাতে পারেন না। কারণ এই এসি থেকে প্রচুর বিদ্যুতের বিল আসে।
তাই যাদের বাড়িতে এসি রয়েছে তারাও খুব নিয়মমাফিক এসি চালান। কিন্তু তবুও অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের বিল অনেক বেশি আসছে। এর কারণ হলো এসি কিভাবে চালালে বিদ্যুতের বিল কম আসে সেই বিষয়ে অনেকেরই জানেন না। তাই আজকের এই প্রতিবেদনে এসি চালানোর সঠিক উপায় সম্পর্কে আপনাদেরকে জানাবো।
যাতে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র রিমোট থেকে এসি বন্ধ করলেও কিন্তু বিদ্যুৎ খরচ চলতে থাকবে। অনেকেই মনে করেন যে এসি কম চালিয়েও কেন বিদ্যুতের বিল বেশি আসে? আসলে বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান।
আরও পড়ুন: AC in Rent: সস্তায় ভাড়া নিন AC! কেনার ঝক্কি নেই, কিভাবে কোথায় মিলবে এই ভাড়ার এসি?
এরপরে রাতে ঘুমোনোর সময় যখন ঘর ঠান্ডা হয়ে যায় অনেকেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। কিন্তু সেই সময় মেইন সুইচ থেকে এসি বন্ধ করেন না। এটাই একটা বড় ভুল। এই সময় ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায় ঠিকই কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে। তাই রিমোটের বোতাম টিপলে এসি লাইট নিভে যায় এবং সকলে মনে করেন যে এসি বন্ধ হয়ে গেছে। এই সময় এসির আউটডোর ইউনিট চলতে থাকে।
আউটডোর ইউনিট যেহেতু বাইরে থাকে তাই অনেকেই এই বিষয়ে জানেন না। এর ফলে আউটডোর ইউনিট যেহেতু বন্ধ নেই তাই বিদ্যুতের খরচ চলতেই থাকে। তাই এসি কম ব্যবহার করলেও বিদ্যুতের বিল বেশি আসতে পারে। তাই যখনই এসি বন্ধ করা হবে রিমোট দিয়ে বন্ধ করার পর মেন লাইন থেকে সুইচ অবশ্যই বন্ধ করতে হবে। আর অতিরিক্ত মাত্রায় যদি কম্প্রেসার চলতে থাকে। তাহলে বিদ্যুতের বিল বেশি আসার সঙ্গে সঙ্গে কম্প্রেসার মেরামত করতেও অনেক টাকা খরচ হতে পারে।