একদা সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee) বাথরুমে আশ্রয় নিয়েছিলেন উত্তম কুমার (Uttam Kumar)। শুনতে অবাক লাগছে তো? সেদিনও এভাবেই চমকে উঠেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। কারণ পর্দার ‘অপুদা’র টক শো ‘অপুর সংসার’এ এসে এমনটাই জানিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
এযাবৎ এই শো-তে বহু তারকা উপস্থিত হয়েছেন। তারা শেয়ার করেছেন নিজেদের জীবনের নানান জানা অজানা কথা। তেমনই একটি এপিসোডে হাজির হয়েছিলেন একসময়ের বাংলা সিনেমায় উত্তমকুমারের জনপ্রিয় দুই নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়।
অভিনেত্রী সাবিত্রীর কথায়, তার বাবা নাকি ছিলেন ভীষণ কড়া। অভিনয় করুক আর যাই করুক, রাত ১০ টার মধ্যে বাড়ি ফিরতেই হত তাকে। রোজ রাতে নিয়ম করে নিজের হাতে তালা লাগাতেন বাড়িতে। এই কথার মাঝেই সাবিত্রীদেবীকে শাশ্বত প্রশ্ন করেন, উত্তমকুমারকে বাড়ির বাথরুমে কেন লুকোতে হয়েছিল?
জবাবে অভিনেত্রী জানান, ‘ওই যে রাত ১০টার পর বাড়িতে এসেছিলেন। তারপর আর বের হতে পারেননি। বাথরুমে ঢুকে বলেন, সাবু আমি এখানে। বাবাকে খুব ভয় পেতেন।’ যদিও সাবিত্রীদেবীর বাড়ির লোকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল মহানায়কের। প্রায়শই আড্ডা দিতে যেতেন তিনি।
তেমনই একদিন গেছিলেন আড্ডা দিতে। সেই আড্ডায় সাবিত্রী, তার দিদি, জামাইবাবু, মা সবাই ছিলেন, শুধু তার বাবা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। বেশ রাত হয়ে যায়। হঠাৎ-ই সাবিত্রীদেবীর বাবার ঘুম ভাঙে। দরজার খিল খোলার আওয়াজ পেতেই উত্তম গিয়ে আশ্রয় নেন বাথরুমের চৌবাচ্চায়।
প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে উত্তমকুমারের প্রেম নিয়েও ব্যাপক চর্চা শুরু হয়। শুরু হয় পেপারে লেখালেখি। তাই নিয়ে উত্তমকুমারের বাড়িতেও শুরু হয় ঝামেলা। তবে সাবিত্রীর বাড়িতে অবাধ যাতায়াত ছিল উত্তম কুমারের। একটা ভালো সম্পর্ক মেইনটেইন করতেন তিনি।