Varanasi Howrah High Speed Rail Corridor work ready to began see station list

ঘন্টায় ৩২০ কিমি স্পিড! কোন রুটে আসছে প্রথম বুলেট ট্রেন? জানাল ভারতীয় রেল

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়োগ যাত্রীসুবিধা উন্নত করার জন্য কাজ চলছেই। নতুন রেলপথ থেকে সেমি হাই স্পীড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস লঞ্চ করা হচ্ছে। তবে এবার আরও একটি সুখবর মিলল, সত্যি হতে চলেছে বুলেট ট্রেনের স্বপ্ন, ৩২০ কিমি বেগে ছুটবে ট্রেন। বারাণসী হাওড়া হাইস্পীড রেল নেটওয়ার্ক (Varanasi-Howrah High Speed Rail Network) নিয়ে বড় আপডেট দিল রেল কর্তৃপক্ষ।

যেমনটা জানা যাচ্ছে হাইস্পীড এই রেল করিডোরের জন্য এলিভেটেড ট্র্যাক বানানো হবে। অর্থাৎ মাটির থেকে অনেকটা উপরে স্পেশাল পথ বানানো হবে এই ট্রেন চলাচলের জন্য। পাটনা এইমস ছাড়াও ১৩টি স্টেশন থাকবে এই যাত্রা পথে। ইতিমধ্যেই করিডোর তৈরির জন্য জমি অধিগ্রহনের আগের সার্ভার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। জাহানাবাদ, গয়া, ভোজপুর ও বক্সের জেলায় সার্ভে করা হয়েছে

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই করিডোর তৈরী করবে। এর জন্য পাটনাতে বিপুল পরিমাণে জমি অধিগ্রহণ করা হবে। আগামী ২১শে অগাস্ট গ্রামের কৃষক, জেলা প্রশাসন ও রেল আধিকারিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল অর্থাৎ সোমবারেই এই প্রসঙ্গে জেলা প্রশাসন ও রেল আধিকারিকদের মিটিং হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০ টি গ্রামের থেকে জমে নেওয়া হবে। এছাড়াও আরও যে জায়গা লাগবে সেটা কতটা কোথায় নেওয়া হবে আগামী ২১ আগস্টের বৈঠকেই পরিষ্কার হয়ে যাবে।

কোথায় হবে পাটনা স্টেশন?

পাটনা স্টেশনের জন্য প্রাথমিকভাবে তিনটি জায়গা বাছাই করা হয়েছিল। এর মধ্যে পাটনার এইমসের কাছে দানাপুর অঞ্চলের ভুশালা মৌজার ৪০ নং থানায় তৈরী করা হবে বলে খবর মিলেছে। স্টেশন তৈরির জন্য মোট ৩৭ একর জমির প্রয়োজন হবে। যেটা এইমসের থেকে ৭৫০ দূরে পাটনা-গয়া-ডোবি সড়ক থেকে ১৫ কিমি দূরে থাকবে।

আরও পড়ুনঃ মাত্র ৪৫ টাকা দিয়েই ২৫ লাখের রিটার্ন, বাজার কাঁপানো প্ল্যান লঞ্চ করল LIC

এই রুটের সাথে কোন স্টেশন যুক্ত হবে?

সূত্র মতে, করিডোর তৈরী হয়ে যাওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে এর সাথে যুক্ত করা হবে। বারাণসী থেকে গাজীপুর, বক্সার, পাটনা, জেহানাবাদ, গয়া, হয়ে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে প্রবেশ করবে একটি লাইন। এরপর সেটা পশ্চিমবঙ্গের গিরিডিহ, ধানবাদ, বর্ধমান, হুগলি হয়ে হাওড়া পর্যন্ত আসবে। অর্থাৎ হাওড়া থেকে বারাণসী যাওয়ার সময় আরও অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X