Anurag Kashyap,Almost Pyaar with DJ Mohabbat,Vicky Kaushal,বিনোদন,বলিউড,অনুরাগ কাশ্যপ,অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত

Additiya

অভিনয় ছেড়ে এবার ‘ডিজে’র পেশা বাছলেন ভিকি! অভিনেতার লুক দেখে অবাক ভক্তরা

২০২২ সালটা মোটেই ভালো ছিল না বলিউডের (Bollywood) জন্য। একের পর এক দক্ষিণী ছবির ভিড়ে হারিয়ে গেছিল বলিউড। একাধিক ছবি বক্স অফিসে মুক্তি পেলেও তেমন ভাবে ঝড় তুলতে পারেনি। বরং বক্স অফিস কাঁপিয়েছে দক্ষিণী সিনেমা। ‘আর আর আর’ থেকে শুরু করে ‘কেজিএফ ২’ রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। বিভিন্ন সিনেমা হল গুলিতে ভিড় জমিয়েছেন দর্শকরা।

   

এরপরেই কোমর বেঁধে ময়দানে নামে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। নতুন বছর পড়তেই একের পর এক বলিউড ছবি মুক্তির পথে। আর শুরুটা হয়েছে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) হাত ধরে। আর এবার একের পর ছবি মুক্তির পথে।

আগামী মাসের শুরুতেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘অলমোস্ট পেপার উইথ ডিজে মোহাম্মদ’। ছোট শহরের একটি মেয়ের গল্পই ফুটে উঠবে এই ছবিতে। যে মেয়ে প্রেমে পাগল ডিজে মোহাম্মাদ-এর। ছোট্ট এই শহরের মেয়ের চরিত্রে অভিনয় করবেন আলোয়া এফ। তবে ডিজে মোহাম্মাদ-এর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান।

 

View this post on Instagram

 

A post shared by ALAYA F (@alayaf)

প্রকাশ্যে এলো ছবির নায়ক। সমস্ত জল্পনার ওপর জল ঢেলে দিয়ে মুখ্য চরিত্রে দেখা দিলেন ভিকি কৌশল। আর্মির পোশাক ছেড়ে একেবারে ফুল প্রিন্ট শার্ট পড়ে সকলের সামনে হাজির হলেন অভিনেতা। অনুরাগ কাশ্যপের পরিচালনায় চতুর্থবার ছবি করতে চলেছেন ভিকি।

ছবি নিয়ে জানাতে গিয়ে পরিচালক জানান,’এই ছবিটি অন্যান্য ছবির চাইতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক ভালোবাসার কন্ঠ এবং দুটি গল্পের যোগসূত্র দেখা যাবে ডিজে মহব্বতের মধ্যে দিয়ে। তবে মুখ্য চরিত্র কোন অভিনেতাকে দেওয়া যায় সে বিষয়ে কিছুই ভেবে পাচ্ছিলাম না আমি। অবশেষে মনে পরল ভিকির কথা’। ছবি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন অভিনেতা ভিকি কৌশল। তিনি জানান, ‘এমন এক চরিত্রে কাজ করতে পেরে আমি যথেষ্ট এক খুশি’।