Papiya Paul

অভিনেতা হিসাবে অনেক কিছুই করা বাকি! শেষ বয়সে পর্দায় কামব্যাক করে আক্ষেপ প্রকাশ ভিক্টর ব্যানার্জির

ভিক্টর ব্যানার্জি, একসময়ের টলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি। একটার পর একটা সিনেমাতে তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিলেন অভিনেতা। কিন্তু এখন তাকে মনে রেখেছে কতজন? দীর্ঘদিন সিনেমার জগত থেকে আড়ালে রয়েছেন তিনি। বলতে গেলে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন অভিনেতা। এত প্রতিভাবান একজন অভিনেতার কদর করতে পারেনি বাংলার বিনোদন জগৎ।

   

তার অভিনীত দাদাঠাকুর, লাঠি, আক্রোশ, প্রতিদান এর মতো সিনেমা মনের মনিকোঠায় রয়ে গিয়েছে বাঙালির। কিছুদিন আগেই রটেছিল যে ভিক্টর ব্যানার্জি আর নেই। দীর্ঘ বহুবছর সিনেমার পর্দায় তাকে দেখা যায়নি বলেও গুঞ্জন উঠেছিল। শুধু সিনেমা থেকেই নয় তার প্রানের শহর কলকাতা থেকে বিদায় নিয়েছিলেন ভিক্টর ব্যানার্জি। কলকাতা থেকে বহুদূরে উত্তরাখণ্ডে নিজের বাসস্থান করেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

তবে দীর্ঘ এত বছর পর ফের বাংলা পর্দায় বাংলা সিনেমায় ফিরছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন ভিক্টর ব্যানার্জি। আর এই ছবির শুটিংয়ের জন্য তিনি উত্তরাখণ্ড থেকে কলকাতায় আসবেন। পরিচালক তথাগত ভট্টাচার্যের ছবি ‘আকরিক’ এই দিয়েই তিনি তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায় সহ আরো অনেকে। যদিও এই সাক্ষাৎকারে কলকাতার সম্পর্কে তিনি তার আক্ষেপ প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন যে তারই প্রানের শহর কলকাতাকে তিনি বহু বছর মিস করেছেন। তবে যেটা মিস করেননি সেটা হল ভায়োলেন্স। তিনি বলেছেন, ‘এখানে একটা মব মেন্টালিটি আছে, সেটা খুব পীড়াদায়ক। চাইলেই রাস্তায় নেমে সব কিছু পোড়ানো যায়, এই ব্যাপারটা অসহ্য।’ তবে আক্ষেপের পাশে কলকাতাকে নিয়ে গর্ব করেছেন ভিক্টর। তার কথায় সংস্কৃতির দিক থেকেই এই শহরকে দেশের মধ্যে সেরা বলা হয় যেটা অত্যন্ত গর্বের কিন্তু এখন সেটাও তো.. . কি আর বলবো। তবে তাকে নতুনভাবে পর্দায় দেখতে পাওয়ার খুশিতে রয়েছেন অনুগামীরা।