Koushik Dutta

দক্ষিণ চিন সাগরেও লাল ফৌজের যুদ্ধ বিমান, পরিস্থিতি বেগতিক দেখে ভারতকে জানাল ভিয়েতনাম

চিনকে নিয়ে সমস্যায় রয়েছে অন্যান্য দেশও। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে শক্তিশালী যুদ্ধ বিমান নিয়োগ করেছে লাল ফৌজের দেশ। যা খুব একটা ভালো চোখে দেখছে না ভিয়েতনাম। পরিস্থিতি খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে তারা এই কথা জানিয়েছে ভারতকে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন এইচ-সিক্সজে বোমারু বিমানকে বুডি দ্বীপে মোতায়েন করেছে। এই দ্বীপে নাকি নিকেদের অস্তিত্ব বাড়াতে চাইছে তারা। সেই সঙ্গে আমেরিকাকেও দেখিয়ে দিতে চাইছে, বিশ্বে সেও এক প্রবল শক্তিধর দেশ।