Papiya Paul

বিক্রমকে বিয়ে করছেন মধুমিতা, বিয়ের পরেও পদবী বদলাতে নারাজ টলি সুন্দরী!

একজন মানুষের নিজের জীবনের পরিচয়ের ক্ষেত্রে নামের সাথে সারনেম জরুরি। কিন্তু এই সারনেম এত জরুরি কেন? সেটাই বলবে পরিচালক সুদীপ দাসের আগামী ছবি ‘কুলের আচার’। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। আর বিক্রমের বাবা-মায়ের চরিত্রে থাকছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ও নীল মুখোপাধ্যায়। মধুমিতা আর বিক্রমের এক মিষ্টি প্রেমের গল্প দেখা যাবে এখানে।

   

আসলে বিয়ের পর নিজের সারনেম বদল করতে চায় না মিঠি ওরফে মধুমিতা। সময় এগোলেও আজ ২০২১-এ দাঁড়িয়ে এই সারনেম পরিবর্তন করা বা না করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে এগোতে থাকবে ছবি গল্প। সিনেমার শুরুতেই দেখা যাবে হানিমুনে গিয়ে এই সারনেম পরিবর্তন না করার জন্য খুব সমস্যায় পড়েছেন এই দম্পতি। এমনকি দুজনের সারনেম আলাদা হবার সমস্যার জন্য শেষপর্যন্ত বাতিল হয় হানিমুন।

এইগুলিই নিয়ে মিঠি-প্রীতমের দাম্পত্য জীবনে নানা সমস্যার সৃষ্টি হবে। যা দেখানো হবে ‘কুলের আচারে’, মধুমিতার স্বামী অর্থাৎ প্রীতম একদম খোলা মনের এবং প্রচণ্ড সাপোর্টিভ। কিন্তু বউমার এই পদবি পরিবর্তনে সম্মতি দেয়নি শ্বশুর-শাশুড়ি। আর তাই নিয়ে শুরু হয়েছে নানা জটিল সমস্যা। এই নিয়ে এগোবে সুদীপ দাসের ছবি। এই ছবির প্রথম পোস্টারও এদিন প্রকাশ্যে এসেছে।