ভিক্ষুক,Begger,মোপেড,Moped,মধ্যপ্রদেশ,Madhyapradesh,গাড়ি,Bike

Moumita

ভিক্ষা করে ৯০ হাজার টাকা দিয়ে স্ত্রীর জন্য গাড়ি কেনেন প্রতিবন্ধী স্বামী! এখন সেই গাড়ি চড়েই করেন ভিক্ষা

প্রেম বড়ই কঠিন জিনিস, মানুষ প্রেমে পড়লে বাধা থাকেনা জাত-পাত, ধনী-গরীবের। সমস্ত ভেদাভেদ দুর হয়ে সামনে উঠে আসে দুই হৃদয়ের বন্ধন। তবে এমনই এক অনন্য প্রেমের গল্প উঠে এল মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা থেকে। সেখানে প্রেমের কারনেই এক ভিক্ষুক রয়েছেন সংবাদের শিরোনামে। স্বামী-স্ত্রী প্রেম নিয়ে পুরোদস্তর আলোচনা চলেছে নেট মাধ্যমে। জানা যাচ্ছে ভিক্ষা করে দিন কাটান সন্তোষ, তার স্ত্রীকে ভালোবাসার উপহার হিসেবে একটি মোপেড কিনে দিয়েছেন তিনি। বর্তমানে সেই মোপেডে চড়ে ভিক্ষা করতে বের হয় তারা।

   

এই গল্প সন্তোষ সাহু এবং তার স্ত্রী মুন্নি সাহুর, যারা মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার আমরওয়াড়ার বাসিন্দা। সন্তোষ পায়ে প্রতিবন্ধী এবং ভিক্ষা করার জন্য তিনি ট্রাইসাইকেলে চড়ে ঘুরে বেড়াতেন। সন্তোষ সাহু জানিয়েছেন যে, তিনি বসতেন সেই ট্রাইসাইকেলে এবং তার স্ত্রী তাকে পিছন থেকে ধাক্কা দিতেন। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতিও এসেছে যে, রাস্তা প্রচণ্ড খারাপ থাকায় তার স্ত্রীর পক্ষে এই ট্রাইসাইকেল ঠেলা সম্ভব হয়ে উঠতো না। এরপরই সন্তোষ তার স্ত্রীর এই কষ্ট ঘোচাতে মোপেড কেনার সিদ্ধান্ত নেন।

এইজন্য তারা দুজনেই শুরু করেন টাকা জমাতে, কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বেশ খানিকটা টাকা খরচ হয়ে যায়। তার স্ত্রী-এর এমন কঠিন পরিস্থিতি দেখে সন্তোষ নিজে দৃঢ়প্রতিজ্ঞ হন যে, এরপর যে কোনো অবস্থাতেই স্ত্রীর জন্য একটি মোপেড কিনবেন তিনি।

তারপর বহুকষ্টে দুজনে বাসস্ট্যান্ড, মন্দির ও বিভিন্ন দরগায় গিয়ে ভিক্ষা করতে থাকেন। এতে তাদের দৈনিক আয় হতো ৩০০ থেকে ৫০০ টাকা। সেই টাকা জমিয়ে জমিয়ে সন্তোষ, চার বছরের মধ্যে জমিয়ে ফেলেন ৯০ হাজার টাকা। এরপর গত শনিবার নগদ টাকা দিয়ে কিনে নেন একটি মোপেড। তার এই ঘটনা কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এরপরই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও, বর্তমানে স্বামী-স্ত্রী এই মোপেডে চড়েই ভিক্ষা করতে বের হন।