Viral Video of Couple Omance in Running Bike on Highway

চলন্ত বাইকে ফুটন্ত রোম্যান্স, হু হু করে ভাইরাল বেপরোয়া প্রেমকি যুগলের ভিডিও

পার্থ মান্নাঃ প্রযুক্তির উন্নতি আর সস্তায় স্মার্টফোন পাওয়া যেতে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে হু হু করে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে হাজারো ভিডিও প্রতিদিন ভাইরাল (Viral Video) হচ্ছে। তবে কিছু ভিডিও এমন থাকে যেগুলো বাকিদের থেকে একটু হটকে হওয়ায় বেশিই ভাইরাল হয়ে পড়ে আজ এমনই একটি ভিডিও সম্পর্কে আপনাজদের জানাবো।

সম্প্রতি যে ভিডিও নেটপাড়ায় চর্চার বিষয় হয়েছে তাতে দেখা যাচ্ছে হাইওয়েতে চলন্ত বাইকের রোম্যান্স করছে প্রেমিক প্রেমিকা জুটি। হ্যাঁ ঠিকই দেখছেন, ব্যস্ত হাইওয়ে চারিদিক দিয়ে একেরপর এক গাড়ি থেকে লরি প্রবল বেগে ছুটে চলেছে। তাঁর মাঝেই একটি বাইকে এক যুবক যুবতী থুড়ি কাপল। রীতিমত প্রাণের পরোয়া না করেই বাইকে চলছে রোম্যান্স। এই ঘটনা ক্যামেরাবন্দি করে এক্স হ্যান্ডেলে (টুইটার) পোস্ট করেছেন এক ব্যক্তি।

চলন্ত বাইকে যুবকের সামনে বসে গলা জড়িয়ে আদর করতে দেখা যাচ্ছে ভিডিওতে। যেমনটা জানা যাচ্ছে, দিল্লির বিকাশপুরী উড়ালপুলে ঘটেছে এই কীর্তি। ভিডিওটি শেয়ার হওয়ার পরেই ঝড়ের বেগে ছড়িয়ে পর সর্বত্র। এমনকি দিল্লি পুলিশের কাছেও পৌঁছেছে ভিডিও। তারপর তদন্ত শুরু হয় ও ওই কাপলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে ভিডিওটি যারা দেখেছেন তাদের মন্তব্য, ‘যে ভাবে দুজন নিজের প্রাণের পদও না করে গাড়ি চালাচ্ছিল তাতে বড়সড় দুর্ঘটনা হতে পারত। কারণ মেয়েটি সামনে এমনভাবে বসেছিল যে ছেলেটি সামনের দিকে কি আসছে সেটাই ভালো করে দেখতে পাচ্ছিল না। এছাড়া আরেকজনের মতে, নিজেরা এসব করে যদি দুর্ঘটনা ঘটে তাহলে রাস্তায় থাকা অন্য গাড়িরও ক্ষতি হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X