Arijit

টি২০-তে সাফল্যের নিরিখে কে এগিয়ে? ধোনি নাকি কোহলি? দেখুন পরিসংখ্যান

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে দুজনেই অসাধারণ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে পরিসংখ্যানের বিচারে এই দুজনের মধ্যে কে এগিয়ে? আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক এর ভূমিকায় দেখা যাবে না বিরাট কোহলিকে। বৃহস্পতিবার টুইট করে নিজেই একথা জানিয়েছেন বিরাট কোহলি। তবে পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে অধিনায়ক ধোনির থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে অনেক এগিয়ে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

ধোনির অধিনায়কত্বে ভারত 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। বিরাটের অধিনায়কত্বে ভারত কোন আইসিসি ট্রফি না জিতলেও ক্রিকেটের বড় বড় দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে ভারত। ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে বিরাটের অধিনায়কত্বে এই সমস্ত দেশে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া, যা কোন আইসিসি ট্রফি জেতার থেকে কম নয়।
ধোনির নেতৃত্বে 72 টি টি20 ম্যাচে 41 টি জিতেছে ভারত, হেরেছে 28 টি ম্যাচে এবং ড্র হয়েছে 1 টি ম্যাচ। অপরদিকে বিরাটের নেতৃত্বে 45 টি টি20 ম্যাচে 27 টি জিতেছে ভারত, হেরেছে 14 টি ম্যাচে এবং ড্র হয়েছে 1 টি ম্যাচ। ধোনির জয়ের হার 56.94 শতাংশ, বিরাটের জয়ের হার 65.11 শতাংশ।