Arijit

সচিনের অনবদ্য রেকর্ড ভেঙে ওয়ার্ল্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি

কিংবদন্তি শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার ওভালে চতুর্থ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ড। আর এই টেস্টে ব্যাট হাতে খাতা খোলা মাত্রই শচীনের এতদিন ধরে অক্ষত রেকর্ড ভেঙে দিলেন বিরাট। ওভাল টেস্টে 1 রান করা মাত্রই বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সেই সঙ্গে তিনি টপকে গেলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে।

   

টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ছিল মাত্র 1 রানের। ইনিংসের 18 তম ওভারে ব্যাট হাতে অ্যান্ডারসনের বলে দুরন্ত চার মারেন কোহলি। সেই সঙ্গে তিনি ক্যারিয়ারের 23 হাজার রান পূর্ণ করে ফেলেন।

শচীন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন 522 টি ইনিংস। অপরদিকে মাত্র 490 টি ইনিংস খেলেই 23 হাজার রান পূর্ণ করে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 23 হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ শচীনের থেকে 32 টি ইনিংস কম খেলেই এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। সেই সঙ্গে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 500 টির কম ইনিংস খেলে 23 হাজার রান পূর্ন করার অনবদ্য রেকর্ড নিজের নামে করলেন কোহলি। উল্লেখ্য, বিরাট, সচীন সহ মোট সাতজন ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রান পূর্ণ করেছেন।