Arijit

কোহলি ছন্দে ফিরলে ১০০, ২০০ নয় সোজা ৩০০ করবে, জোর দাবি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের

এক সময় বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামা মানেই শতরান। শতরান করা যার কাছে নিত্যদিনের ব্যাপার ছিল সেই কোহলির ব্যাট এ দীর্ঘ দুই বছর হয়ে গেল কোন শতরান নেই। নিজের পুরনো ছন্দ এই মুহূর্তে হারিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের মাটিতে কোহলি বেশ কয়েকটি অর্ধ শত রান করলেও কোহলির ব্যাট থেকে আসেনি কোন শতরান।

   

আর লাগাতার কোহলির এই অফ ফর্ম চিন্তায় রেখেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এবার কোহলির লাগাতার অফ ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

দীর্ঘদিন কোহলির ব্যাটে শতরান না আশায় অনেকেই দাবি করতে শুরু করেছেন অধিনায়কত্বের চাপে কোহলির ব্যাটিং খারাপ হচ্ছে। এবার সেই প্রসঙ্গে কপিল দেব বললেন, ” এতদিন ধরে যখন কোহলি রান করছিল তখন কারও মনে হয়নি অধিনায়কত্বের চাপ পড়ছে ওর উপর। যেই একটু ব্যাটিং খারাপ হতে শুরু করল তখনই সকলে ওর সমালোচনা করছে। তবে আমার বিশ্বাস কোহলি ফর্মে ফিরলে এবার শতরান, দ্বি শতরান নয় সোজা ৩০০ করবে।”