Arijit

কোচের রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন! দুর্দান্ত হাফসেঞ্চুরি করে দ্রাবিড়কে টপকালেন কোহলি

মঙ্গলবার থেকে কেপ টাউনে শুরু হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও প্রথম দিনের মেঘলা ওয়েদার মোটেও ব্যাটিং সহায়ক ছিল না, তার সত্ত্বেও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই মাত্র 33 রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি।

   

প্রথমে চেতেশ্বর পুজারা তারপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে দলের রান 200 টপকে দেন অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন পর ফের কোহলির ব্যাট থেকে দুর্দান্ত হাফসেঞ্চুরি এল। কোহলির এই হাফসেঞ্চুরি অত্যন্ত ধীরগতিতে হলেও তা ছিল দায়িত্বশীল এবং অধিনায়কোচিত ইনিংস।

দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ভারত অধিনায়ক বিরাট কোহলি টপকে গেলেন হেড কোচ রাহুল দ্রাবিড়কে। এইদিন 201 বলে 79 রান করে আউট হয়ে যান কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে হেড কোচ রাহুল দ্রাবিড়কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। এখন কোহলির সামনে রয়েছেন শুধুমাত্র কিংবদন্তি শচীন তেন্ডুলকার।