Arijit

মাত্র ৬ রান করতে পারলেই সচিনকে টপকে বিরাট রেকর্ড গড়ার হাতছানি কোহলির সামনে

আগামী 6 ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত- ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। আর এই সিরিজে মাত্র 6 রান করতে পারলেই এক বিরাট রেকর্ড করে ফেলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়বেন কোহলি।

   

এতদিন পর্যন্ত যে রেকর্ড শুধুমাত্র শচীন টেন্ডুলকারের ছিল এবার সেই রেকর্ডে ভাগ বসাতে চলেছেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে পাঁচ হাজার রান থেকে মাত্র ছ- রান দূরে রয়েছেন কোহলি।

একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ভারতের মাটিতে পাঁচ হাজার রান রয়েছে শুধুমাত্র শচীন টেন্ডুলকারের। 112 টি ইনিংস খেলে এই রেকর্ড করেছিলেন শচীন। এবার এই রেকর্ড করার হাতছানি বিরাট কোহলির সামনে। তবে সচিন তেন্দুলকার থেকে অনেক কম ইনিংস খেলে এই রেকর্ড করতে চলেছেন কোহলি। মাত্র 96 টি ইনিংস খেলে কোহলির সামনে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে এই একদিনের সিরিজে।