Arijit

হারের পর রোহিতকে বাদ দেওয়ার দাবি, মেজাজ হারিয়ে সাংবাদিককে ধুঁয়ে দিলেন কোহলি, দেখুন ভিডিও

রবিবার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারতে হয়েছে ভারতকে। আর এই লজ্জার হারের পর সাংবাদিক সম্মেলনে এসে কিছুটা মেজাজ হারালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এর জন্য দল গঠন এবং শিশিরকে কোন ভাবেই দায়ী করতে রাজি নন কোহলি। প্রথম ওভারে রোহিত শর্মা এবং তৃতীয় ওভারে লোকেশ রাহুলের ওই ভাবে আউট হওয়াকেই ভারতের হারের প্রধান কারণ বললেন অধিনায়ক বিরাট কোহলি।

   

এছাড়াও কোহলি বলেন, এই ম্যাচে পাকিস্তান আমাদের সব বিভাগেই পিছনে ফেলে দিয়েছে। এবার টুর্নামেন্টে টস বড় ফ্যাক্টর হতে চলেছে। যদি কোন দল প্রথমে ব্যাটিং করে তাহলে তাকে 10 থেকে 20 রান অতিরিক্ত করতেই হবে না হলে এই পিচে ম্যাচ জেতা খুবই কঠিন হয়ে যাবে।

https://twitter.com/JalaluddinSark8/status/1452335261543772174?t=YJdOp45XzaDA07QTKwG_Ag&s=19

এরপরই সাংবাদিকদের তরফ থেকে কোহলি কে প্রশ্ন করা হয় প্রথম বলে আউট হয়ে যাওয়া রোহিত শর্মার বদলে ঈশান কিষানকে দলে নেওয়া উচিত ছিল? এই প্রশ্ন শুনেই মেজাজ হারান কোহলি। জবাবে তিনি বলেন, “আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?”