Arijit

আম্পায়ারের অন্যায়ের শিকার কোহলি, মাঠেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি

শুরুতেই বিতর্ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে। ভারতের ইনিংসের 41 তম ওভারে ব্যাটিং করছিলাম বিরাট কোহলি। ট্রেন্ট বোল্টের একটি বল বিরাট কোহলির ব্যাটের পাশ দিয়ে গেলে আউটের আবেদন করেন বোল্ট। আম্পায়ার আউটের আবেদনে সাড়া না দিলেও সরাসরি তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠিয়ে দেন। তারপরই ক্ষোভে ফেটে পড়েন কোহলি, সরাসরি আম্পায়ারকে প্রশ্ন করেন এটা কিভাবে সম্ভব? বিপক্ষ দলের কোন ক্রিকেটার রিভিউ না নেওয়ার সত্ত্বেও কিকরে অনফিল্ড আম্পায়াররা সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন?