Arijit

‘কেউ বারণ করেনি টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়তে, সৌরভ মিথ্যে বলেছে’, বিস্ফোরক বিরাট কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন এই বিশ্বকাপের পর তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। তবে নিজের ইচ্ছায় টিটোয়েন্টি ফরমেটে অধিনায়কত্ব ছাড়লেও ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করেন জোর করে কার্যত নির্মমভাবে বিরাটের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডে অধিনায়কত্ব।

   

বিরাটকে ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর যখন ভারতীয় ক্রিকেট উত্তাল হয়ে উঠেছিল তখন পরিস্থিতি স্বাভাবিক করতে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ” বিরাট যখন টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তখন আমি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তারা বিরাট কোহলিকে বারণ করেছিলাম। তার সত্বেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিল কোহলি। আর সাদা বলের ক্রিকেটে দুজন আলাদা আলাদা অধিনায়ক রাখা বোর্ডের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই বিরাটকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল।”

তবে সৌরভ গাঙ্গুলীর সেই কথা যে পুরোপুরি ভাবে মিথ্যা সেটি স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে আজ ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “আমি যখন টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বিসিসিআইকে বলেছিলাম তখন তারা কেউ আমাকে বারণ করেনি। এক কথায় তারা রাজি হয়ে গিয়েছিল।”