Arijit

ছ-বছর পর ফের বল হাতে কোহলি, আঁটোসাঁটো লাইন ও লেংথে বোলিং করলেন তিনি

গতকাল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এর মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে ব্যাট হাতে ছন্দে ফিরলেন বিরাট কোহলি। করলেন দুর্দান্ত অর্ধ শতরান। এর পাশাপাশি এই ম্যাচে বোলিং করতেও দেখা গেল কোহলিকে।

   

তিনি শেষ বল করেছিলেন মুম্বইয়ে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে। সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যখন কার্যত হেরে গিয়েছে, তখন কোহলিকে বল তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। দশ বলে করে ১৫ রান দিয়ে একটি উইকেটও পান বিরাট। তারপর গতকাল ছ বছর বাদে ফের বোলার কোহলিকে দেখল বিশ্ব ক্রিকেট।

হংকং এর মত দুর্বল প্রতি পক্ষের বিরুদ্ধে যখন ভারতের দুই জোড়া বোলার আবেশ খান এবং অশ্যদীপ সিং জলের মতো রান খরচ করে চলেছেন। সেখানে 17 তম ওভারে বোলিং করতে গিয়ে মাত্র ছ রান দিয়ে আঁটোসাঁটো লাইন ও লেংথে বোলিং করেন বিরাট কোহলি।