Arijit

রিকি পন্টিং, গ্রেম স্মিথের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন বিরাট কোহলি

রিকি পন্টিং, ক্লাইভ লয়েড, গ্রেম স্মিথ এর মত কিংবদন্তি অধিনায়কদের পিছনে ফেলে দিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বাইশ গজে ফের নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেঞ্চুরিয়ানে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। তারপর থেকে ক্রমাগত দক্ষিণ আফ্রিকা দলের ওপর চাপ বজায় রেখেছে ভারতীয় দল। আর এবার এক দুর্দান্ত রেকর্ড গড়লেন অধিনায়ক বিরাট কোহলি।

   

টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে কে এল রাহুলের দুর্দান্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে 327 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 197 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। প্রথম ইনিংসেই 130 রানের লিড পেয়ে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকাকে 197 রানে অলআউট করার সঙ্গে সঙ্গেই অধিনায়ক হিসেবে বিরল নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে প্রতিপক্ষকে 200 রানের মধ্যে আটকে দেওয়া অধিনায়কদের মধ্যে বিরাট কোহলি উঠে এলেন সবার শীর্ষে। এতদিন পর্যন্ত এই তালিকায় সবার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।

গ্রেম স্মিথ 48 বার টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষকে 200 রানের মধ্যে আটকে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাকে 197 রানে আটকে তালিকায় শীর্ষে উঠে এলেন বিরাট কোহলি। এই নিয়ে 49 বার টেস্টে প্রতিপক্ষকে 200 রানের মধ্যে আটকে দিলেন অধিনায়ক বিরাট কোহলি।