Arijit

কোহলির ফিটনেসের রহস্য হল এই ‘কালো জল’, যার দাম শুনলে মাথায় হাত পড়বে মধ্যবিত্তের

যেদিন থেকে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন বিরাট কোহলি সেদিন থেকে ভারতীয় ক্রিকেটাদের মধ্যে সবথেকে বড় যে পরিবর্তন দেখা দিয়েছে সেটা হল ফিটনেস। ভারত অধিনায়ক বিরাট কোহলি বরাবরই ফিটনেস নিয়ে একটু বেশি সতর্ক। নিজেকে সব সময় ফিট রাখতে পছন্দ করেন কোহলি। বর্তমানে বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটার কোহলিই। আর তাই দলের বাকি খেলোয়াড়দের ফিটনেস নিয়েও কোহলি বেশ সতর্ক। তবে কোহলির এই ফিটনেসের রহস্য লুকিয়ে রয়েছে ওর জলের মধ্যেই। নিজেকে ফিট রাখতে কোহলি পান করেন ‘ব্ল্যাক ওয়াটার’ বা ‘কালো জল।’

   

অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে এই ‘কালো জল’ আসলে কি?
আপনাদের জানিয়ে রাখি নাম ‘কালো জল’ হলেও এই জলের রং কিন্তু কালো নয়। এই জলের বিশেষত্ব হল, এটি প্রাকৃতিক কালো অ্যালকালাইন অর্থাৎ ক্ষারজাতীয় জল। এই জলের রয়েছে অনেক গুন। এই জল পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই সঙ্গে শরীরের স্বাভাবিক আদ্রতাও বজায় থাকে। আর এই জল খেয়েই নিজেকে এত ফিট করে তুলেছেন কোহলি।

এছাড়াও এই জল পান করলে শরিরের ওজন ঠিক থাকে এমনকি মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে। স্বাভাবিক ভাবেই এত গুনের জলের দামও অনেক। এই জলের দাম লিটার পিছু 3000 থেকে 4000 টাকা যা মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে।