Arijit

“খোঁচা খাওয়া কোহলি খুবই ভয়ঙ্কর, প্রত্যাঘাতে আমাদের চূর্ণ করে দিতে পারে”, ভয় পাচ্ছেন রুট

ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজ একেবারেই ভাল যাচ্ছেনা ভারত অধিনায়ক বিরাট কোহলির। পাঁচটি ইনিংস খেলে করেছেন মাত্র 124 রান। মাত্র একটি হাফসেঞ্চুরি এসেছে কোহলির ব্যাটে, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। সবচেয়ে বড় ব্যাপার এই টেস্টে কোহলির গড় 25 এর নীচে। তবে বাকি টেস্ট সিরিজে সেই বিরাট কোহলিই যে ইংল্যান্ড এর জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ তা অস্বীকার করলেন না ইংরেজ অধিনায়ক জো রুট। খোদ ইংরেজ অধিনায়ক নিজেই স্বীকার করে নিলেন কোহলিকে নিয়েই তাদের সবচেয়ে বড় ভয়।

   

মঙ্গলবার এক সাক্ষাৎকারে রুট বলেন, “এই সিরিজে আমরা এখনো পর্যন্ত বিরাট কোহলিকে আটকে রাখতে পেরেছি যার পুরো কৃতিত্বই আমাদের বোলারদের। ওরা ভালো বল করেছে বলেই কোহলিকে আটকে রাখা সম্ভব হয়েছে। না হলে কোহলির মতো এত বড় ব্যাটসম্যানকে দমিয়ে রাখা কখনোই সম্ভব হত না। বাকি সিরিজেও আমাদের এই কাজটা সঠিকভাবে করে যেতে হবে, না হলে সিরিজ জেতা সম্ভব নয়। কারণ কোহলি একজন বিশ্বমানের ব্যাটসম্যান, ও ঠিক ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে বের করবে। কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি রাখলে চলবে না।”

এছাড়াও রুট দাবি করেন, “প্রথমত কোহলির অধিনায়কত্ব ভারতকে অনেকটা এগিয়ে দেয়। তার ওপর ভারত বিশ্বমানের দল। তাই আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবেনা। সিরিজের শেষ পর্যন্ত সতর্ক থাকতে হবে, না হলে ভারতের প্রত্যাঘাতে আমরা চূর্ণ হয়ে যাবো।”