Arijit

কলঙ্কের ম্যাচেও তিনটি বিশ্বরেকর্ড গড়লেন কোহলি, অল্পের জন্য টপকানো হল না পন্টিংকে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারতীয় দল। তবে ভারত ফাইনালে হারলেও এই ম্যাচে তিন তিনটি বিশ্ব রেকর্ড করে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির প্রত্যেকটি টুর্নামেন্টের ফাইনাল খেলে ফেললেন বিরাট কোহলি।
ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 7500 রান পূর্ণ করে ফেললেন বিরাট।
মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হলেন বিরাট কোহলি।
তবে এত রেকর্ড করলেও একটু জন্য পন্টিংকে টপকাতে পারলে না বিরাট। আর একটি সেঞ্চুরি করলেই তিনি পন্টিংকে টপকে যেতেন।