Arijit

লজ্জার ১০০ কোহলির! একশো ম্যাচে শতরান নেই বিরাটের ব্যাটে

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। দীর্ঘ দুবছর ধরে রানের খরা চলছে কোহলির। গতকাল আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়েছেন কোহলি।

   

এইদিন শূন্য রান করে আউট হওয়ার সঙ্গে সঙ্গে লজ্জার কীর্তি গড়েছেন কোহলি। শেষ 100 ম্যাচে তাঁর ব্যাট থেকে শতরান আসেনি।

2019 সালের 22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষ বার সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন কোহলি। তার পর থেকে তিনি 17টি টেস্ট, 21টি এক দিনের ম্যাচ, 25 টি20 ও 37টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু এক বারও তিন অঙ্কে যেতে পারেননি। যদিও এর মধ্যে অনেক অর্ধশতরান করেছেন কোহলি এবং অনেক ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন।