Arijit

ম্যাচ আমরাই জিততাম, পরের ম্যাচেই সেটা বুঝিয়ে দেব! সতীর্থদের পাশে দাঁড়িয়ে রুটদের হুমকি কোহলির

ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। আর এই ম্যাচে জয়ের একেবারে কাছাকাছি গিয়েও বৃষ্টির জন্য ম্যাচ ড্র হয় যা খুবই হতাশাজনক ভারতের জন্য। আর এই ড্র কিছুতেই মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। বলা ভালো এমনটা যে হবে সেটা স্বপ্নেও আশা করেননি কোহলি। আর সেই কারণেই ম্যাচ শেষে হতাশা ধরা পড়ল কোহলির শরীরে। বৃষ্টির কারণে তৃতীয় দিনের অনেকটা সময় খেলা হয়নি। চতুর্থ দিনেও আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। তবে পঞ্চম দিনে যে মাঠে একটিও বল গড়াবে না সেটা হয়তো কেউই আশা করেনি। ম্যাচ শেষে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কোহলি।

   

ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে বিরাট কোহলি বলেন, ” খেলার তৃতীয় এবং চতুর্থ দিনে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে পঞ্চম দিনে যে এভাবে বৃষ্টির জন্য খেলা পুরোপুরি ভাবে পন্ড হয়ে যাবে সেটা আশা করিনি। এটা ভারতের জন্য খুবই হতাশাজনক। কারণ চতুর্থ দিনের শেষে আমরা 52 রান করে ফেলি যার ফলে পঞ্চম দিনে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। সে দিক দিয়ে দেখতে গেলে এই ফল খুবই হতাশার।”

বৃষ্টির জন্য ম্যাচ ড্র হলেও সতীর্থদের পাশে দাঁড়ালেন অধিনায়ক কোহলি। কোহলি বলেন, “আমরা তিন সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছি। যার প্রভাব ম্যাচের মধ্যে পাওয়া গিয়েছে। আমাদের জোরে বোলাররা যথেষ্ট বেগ দিয়েছে ইংল্যান্ডকে। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করবো। সিরিজের বাকি ম্যাচ গুলিতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”