Arijit

টি-২০ বিশ্বকাপে কার্তিক কি ভারতীয় দলে ফিরবেন! সরাসরি জানিয়ে দিলেন কোহলি

এবার নিলামে কলকাতা থেকে দীনেশ কার্তিককে ছিনিয়ে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। নিলামে দীনেশ কার্তিকের উপর বড় বাজি লাগিয়েছিল আরসিবি টিম ম্যানেজমেন্ট। তার ফলও তারা হাতেনাতে পাচ্ছে।

   

এবার আইপিএলে একেবারে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে দীনেশ কার্তিককে। দীনেশ কার্তিক এই মরশুমে ছয় ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৯৭ গড়ে ১৯৭ রান করেছেন দীনেশ। কার্তিক এই সময়ে ১৮টি চার ও ১৪টি ছক্কাও মেরেছেন। তাঁর স্ট্রাইক রেট হল ২০৯.৫৭।  এই মরশুমে আরসিবির জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে দীনেশ কার্তিক।

এইদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত ৬৬ রান করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন কার্তিক। তারপরই দীনেশ কার্তিক জানিয়েছেন ভারতীয় দলে খেলায় তার আগামী লক্ষ্য, টিটিয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে চাই।

এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি পুরো নিশ্চিত হয়েই এটা বলতে পারি যে দীনেশ কার্তিক বিশ্বকাপে ভারতের হয়ে খেলার জোরালো দাবি তুলে ধরছেন। আমার কাছে দীনেশ কার্তিক এই আইপিএলের সেরা খেলোয়াড়।’