Arijit

ম্যাচ জেতানো ৭৩ রানের ইনিংস খেলার আগে নেটে কত ঘণ্টা ব্যাটিং করেছেন, জানালেন কোহলি

এবার আইপিএলে একেবারেই রান পাচ্ছিলেন না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাপ্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে তিনটি ম্যাচে শূন্য রান করে প্যাবিলিয়নে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। অনেক চেষ্টা করেও কিছুতেই কোহলির ব্যাটে রান আসছিল না। যা কোহলির মত একজন ব্যাটসম্যানের জন্য খুবই হতাশাজনক।

   

তবে গতকাল আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানস এর বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেন বিরাট কোহলি। মাত্র 47 বলে 73 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত আরসিবিকে। আর এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন কোহলি।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বললেন, “খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। আমাকে ভাল খেলতেই হত। দলের হয়ে অবদান রাখতে পারছিলাম না, দলকে জেতাতে পারছিলাম না, এই ব্যাপারটা আমাকে হতাশ করে তুলেছিল। কাল ৯০ মিনিট নেটে ব্যাটিং করেছি। আজ ব্যাটিং করতে আসার সময় অনেক শান্ত এবং খোলামনে ছিলাম। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরে আমি খুবই খুশি।”