Arijit

ব্যাট হাতে ফ্লপ হলেও বিরাটের এই কাজে মুগ্ধ হয়ে গেলেন ভক্তরা, প্রশংসার বাঁধ ভেঙে গেল

ভারত বনাম ইংল্যান্ড এর ম্যাচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে গতকাল থেকে। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এরফলে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতীয় দলকে। তবে প্রথম দিনের শেষে ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স এর ফলে বেশ সুবিধাজনক জায়গায় ভারত। কে এল রাহুল এবং রোহিত শর্মার দুরন্ত ব্যাটিংয়ে প্রথম দিনে ভারতের স্কোর বোর্ড তিন উইকেট হারিয়ে 276 রান।

   

এইদিন পূজারা আউট হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বেশ কয়েকটি ইনিংসের পর এই ম্যাচে দারুণ শুরু করেন বিরাট। তবে ভালো শুরু করেও শেষ পর্যন্ত বড় রান করতে পারেননি কোহলি। 42 রানের মাথায় রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নের ফিরতে হয় বিরাটকে।

https://twitter.com/ComeonVirat/status/1425865041455185921?s=19

তবে ছোট ইনিংস খেললেও বিরাটের এই ছোট ইনিংসের বেশ কিছু মুহূর্ত ভক্তদের মন জয় করে নেয়। ম্যাচের 68 তম ওভারে ইংল্যান্ডের বোলার ওলি রবিনসনকে একটি দুর্দান্ত কভার ড্রাইভ মারেন বিরাট। আর বিরাটের এই সিগনেচার শট ইতিমধ্যেই ভক্তদের মনে ঝড় তুলেছে। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে বিরাটের এই দুর্দান্ত কভার ড্রাইভের ভিডিও।