Arijit

রিভিউ নেওয়ার আগে কোহলির শরণাপন্ন হলেন রোহিত, স্ট্যাম্পমাইকে ফুটে উঠল কথপকথন

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

   

আজ ভারত 1000 তম ওয়ানডে ম্যাচ খেলছে। আর এই ম্যাচে পূর্ণ অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটলো রোহিত শর্মার। বিরাট কোহলির পরবর্তীকালে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হল রোহিত শর্মার।

https://www.bcci.tv/videos/5555882/wicket-no-100-in-odis-for-yuzvendra-chahal?tagNames=feature

আজকের ম্যাচে রোহিত শর্মা অধিনায়ক হলেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বিরাট কোহলির সঙ্গে তিনি আলোচনা করেন। তেমনি স্ট্যাম্প মাইকে ধরা পড়ে একটি বিশেষ কথোপকথন। দুর্দান্ত ছন্দে থাকা নিকোলাস পুরানকে যখন যুজবেন্দ্র চাহাল এলবিডব্লিউ করেন তখন আম্পায়ার আউটের আবেদন নাকচ করে দেন। তখন রিভিউ নেওয়ার জন্য রোহিত বিরাটকে জিজ্ঞাসা করে কি মনে হচ্ছে? সেই সময় বিরাট বলেন, ‘আমার তো মনে হচ্ছে এটা আউট!’ আর তারপরই অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন এবং রিভিউতে আম্পায়ার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দেন।