Arijit

বিরাট-রোহিতদের ছন্দে ফেরার টোটকা বলে দিলেন রোহিত শৰ্মার প্রাক্তন কোচ

এই মুহূর্তে ভারতীয় দলের দুই সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছন্দহীন। আইপিএল থেকে এই দুই ব্যাটসম্যানের ব্যাটে রান নেই। যা চিন্তায় রাখছে ভারতীয় দলকে। সামনে বেশ কয়েকটি সিরিজ, আর তারপরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এমন পরিস্থিতে ভারতীয় দলের এই দুই সেরা তারকার ছন্দহীন খুবই ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

   

আর এমন পরিস্থিতিতে বিরাট ও রোহিতকে ছন্দে ফেরার টোটকা বলে দিলেন রোহিত শর্মার প্রাক্তন কোচ দীনেশ লাড। এই দীনেশ লাড এর কাছেই ছোট থেকে ক্রিকেট শিখেছেন রোহিত শর্মা।

এইদিন দীনেশ লাড বলেন, “আমি আমার ছাত্র দের প্রধানত ‘কোন প্র্যাকটিস’ বেশি করিয়ে থাকি। এই ‘কোন প্র্যাকটিস’ খেলার মান অনেক বাড়ে। পায়ের নড়াচড়া ঠিক হয়। ব্যাটসম্যানদের একাগ্রতা বাড়ে। আমি মনে করি ছন্দ হারানোর যে কোন ক্রিকেটারের এই ‘কোন প্র্যাকটিস’ অত্যন্ত কাজে লাগবে। তবে বিরাট, রোহিত এমনটা করবেন কিনা সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে এমন টা করলে তাদের ভালই হবে।”