Arijit

যে বরুণের বোলিংয়ে হারলো আরসিবি তারই প্রশংসায় পঞ্চমুখ বিরাট, নেপথ্যে রয়েছে দেশের স্বার্থ

আইপিএলের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া কোহলি জানিয়েছেন অধিনায়ক হিসেবে এটাই তার শেষ আইপিএল অর্থাৎ আগামী বছর আইপিএল-এ আরসিবির অধিনায়কত্বও ছেড়ে দেবেন কোহলি। তবে অধিনায়কত্ব ছাড়ার আগে আরসিবিতে থেকে অন্তত একটা আইপিএল ট্রফি জিততে চাইছেন কোহলি। তবে কোহলির কাছে এখন আইপিএলের  থেকেও বেশি গুরুত্বপূর্ণ দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা।

   

গতকাল নিজের ক্যারিয়ারের 200 তম আইপিএল ম্যাচে খেলতে নেমে কেকেআরের কাছে লজ্জার হার স্বীকার করতে হয়েছে বিরাট কোহলিকে। এই হারে স্বাভাবিকভাবে কিছুটা হলেও খারাপ লেগেছে কোহলির, তবে সেই সঙ্গে কোহলির জন্য ভালো খবরও রয়েছে। সেটা হল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার  বরুণ চক্রবর্তীর দুর্দান্ত পারফরম্যান্স।

ম্যাচ শেষে কোহলি বলেন, “বরুণ দারুন বল করেছে। আমি ড্রেসিংরুমে বসেই বলছিলাম ও যদি এভাবে বল করতে থাকে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাকি তরুণদের থেকেও এমনই পারফরমেন্স আশা করব।”