Arijit

নিজে অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে রোহিতকে সহ-অধিনায়ক থেকে সরানোর পরিকল্পনা বিরাটের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে যেতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। তবে কোহলি শুধু নিজেই অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছেন না সেই সঙ্গে রোহিত শর্মাকেও অধিনায়কত্ব থেকে সরানোর পরিকল্পনা করেছেন। এমনই বিস্ফোরক তথ্য বেরিয়ে এল।

   

বিশেষ সূত্রে জানা গিয়েছে টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব থেকে বিরাট নিজে সরে যাওয়ার সঙ্গে বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন যাতে সীমিত ওভারের ফরম্যাটের সহ-অধিনায়কের পদ থেকে ছাঁটাই করা হয় রোহিত শর্মাকেও।

এর পেছনে অবশ্য কোন ব্যক্তিগত রেষারেষি নেই, রয়েছে ভারতীয় দলের ভালোর জন্যই এক চূড়ান্ত পরিকল্পনা। রোহিতের বর্তমান বয়স এই মুহূর্তে 34, রোহিতের বয়স 34 হওয়ায় ভবিষ্যতে রোহিত আর কতদিন ক্রিকেট খেলতে পারবে সেটা কেউ জানেনা। রোহিত আর হয়তো দু থেকে তিন বছর নিয়মিত ক্রিকেট খেলবে। তাই ভারতীয় দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে কোন তরুণ ক্রিকেটারকে দলের সহ-অধিনায়ক করার আর্জি জানিয়েছেন বিরাট কোহলি। এক্ষেত্রে বিরাটের পছন্দ কে  এল রাহুল অথবা ঋষভ পন্থ।