Arijit

বিরাট মুখ খুলতেই বেরিয়ে এল বিসিসিআইয়ের নোংরা চরিত্র, ক্ষোভে ফেটে পড়ল টুইটার

কোন কারণ না দেখিয়ে হঠাৎ করেই ভারতের ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তারপর বহুবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। একাধিকবার তিনি সাংবাদিকদের নিজের মতো করে গুছিয়ে এর কারণ বলেছিলেন কিন্তু এতদিন বিরাট কোহলির কোন মতামত জানা যায়নি। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি আর তারপর থেকে উত্তাল স্যোসাল মিডিয়া। বিরাট কোহলির বক্তব্য শোনার পর অনেকেই বিসিসিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আবার কেউ কেউ বিরাট এর পরিবর্তে বিসিসিআইযেরই পাশে দাঁড়িয়েছেন।

   

বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু বিরাট আমাদের কথা না শুনে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিল।

https://twitter.com/Sportscasmm/status/1471028991452532740?t=yAbOmF-m2sRh5m6UZTLKIg&s=19

https://twitter.com/Sportscasmm/status/1471031147509399553?t=bJXt41yXx7asixNJf3G4ag&s=19

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সৌরভ গাঙ্গুলীর সেই কথা যে সম্পূর্ণ মিথ্যা সেটি জানিয়ে দিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে বিরাট কোহলি জানিয়ে দিলেন ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর আগে আমার সঙ্গে কোন আলোচনায় হয়নি। টেস্ট দল নিয়ে আলোচনার পর সংক্ষিপ্ত ভাবে আমাকে শুধু জানিয়ে দেওয়া হয় আমি আর ওয়ানডে অধিনায়ক থাকছি না।

https://twitter.com/Sportscasmm/status/1471031147509399553?t=bJXt41yXx7asixNJf3G4ag&s=19

সাংবাদিক সম্মেলনে বিরাটের মুখে সেই সমস্ত কথা শোনার পর তার ক্ষোভ গিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক ভারতীয় ক্রিকেটপ্রেমী বিভিন্ন পোস্ট করে বিসিসিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।